রাষ্ট্রপুঞ্জ বিরোধী বিক্ষোভে উত্তাল কঙ্গো, মৃত্যু রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীর ২ ভারতীয় জওয়ানের!
টিডিএন বাংলা ডেস্ক: আফ্রিকার দেশ কঙ্গোতে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে প্রতি নিয়ত ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। রাষ্ট্রপুঞ্জের বিরুদ্ধে শুরু হয়েছে প্রতিবাদ-বিক্ষোভ। রাষ্ট্রপুঞ্জ বিরোধী বিক্ষোভে উত্তাল কঙ্গোর আন্দোলন ধীরে ধীরে হিংসাত্মক রূপ নিচ্ছে। মঙ্গলবার এমনই একটি প্রতিবাদীদের বিক্ষোভ সামলাতে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। এবার সেই ক্ষোভের আগুনে প্রাণ হারালেন শান্তিরক্ষা বাহিনীর ২ জন ভারতীয় সদস্য। নিহত ওই ২ জন সদস্যই ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ান।
জানা গিয়েছে, কঙ্গোর পূর্বদিকের গোমা শহরে বেশ কিছু দিন থেকেই রাষ্ট্রপুঞ্জের বিরুদ্ধে বিশাল প্রতিবাদ-বিক্ষোভ চলছে। বিক্ষুদ্ধদের নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীর একটি দল। সেই আন্দোলনই হিংসাত্মক হয়ে উঠলে শুরু হয় আন্দোলনকারী ও শান্তিরক্ষী বাহিনীর সংঘর্ষ। ৫০০-র বেশি মানুষ রাষ্ট্রপুঞ্জের সম্পত্তিতে আগুন ধরিয়ে দিতে থাকেন। এই সংঘর্ষেই ওই ২ জন ভারতীয় সেনা নিহত হন।
ভারতীয় জওয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রী এস জয়শংকর। এক টুইট বার্তায় তিনি বলেন, “কঙ্গোয় দুই বিএসএফ জওয়ান যাঁরা ভারতীয় শান্তিরক্ষক হিসেবে কাজ করছিলেন, তাঁদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। যাঁরা এই হামলা করেছেন, তাঁদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার।”