টিডিএন বাংলা ডেস্ক: সারা রাজ্যজুড়ে বিশেষত শহরতলীতে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে পরিবেশ দূষণ। যার জন্য অন্যতম দায়ী হচ্ছে পুরানো দিনের গাড়িগুলি থেকে নির্গত ধোঁয়া। তাই পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে রাজ্যে এবার ১৫ বছর ধরে চলছে এমন প্রত্যেকটি গাড়ি বন্ধ করার নির্দেশ দিল পরিবেশ আদালত ন্যাশানাল গ্রিন ট্রাইবুনাল। পরিবেশ আদালত তার রায়ে জানিয়ে দিয়েছে, যে কোনো গাড়ি তা ব্যক্তিগত হোক বা বাণিজ্যিক ১৫ বছরের পুরনো হলে তা বাতিল করতে হবে। একইসঙ্গে বিএস-৪ গাড়িও বাতিল করেছে আদালত। পরিবর্তে বিএস-৬ গাড়ি চালানোর কথা বলা হয়েছে। আর এই নির্দেশ কলকাতাসহ গোটা রাজ্যে আগামী ৬ মাসের মধ্যেই বাস্তবায়ন করতে হবে।
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024