HighlightNewsদেশ

আইনশৃঙ্খলায় ঝুঁকি হলে যে কোনও সংগঠনকে নিষিদ্ধ করা হবে: আরএসএসকে নিষিদ্ধ করা প্রসঙ্গে কংগ্রেস সভাপতির পুত্র

টিডিএন বাংলা ডেস্ক: কর্নাটকে কংগ্রেসের নতুন সরকার কি আরএসএসকে নিষিদ্ধ করবে? এমন একটি প্রশ্নের উত্তরে নবগঠিত কর্নাটক মন্ত্রিসভার মন্ত্রী তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়ঙ্ক খাড়গে সংবাদ সংস্থাকে বলেন, ‘আইনশৃঙ্খলায় ঝুঁকি হলে যে কোনও সংগঠনকে নিষিদ্ধ করা হবে।’ খাড়গে পুত্রের এই মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সদ্য গঠিত কর্নাটক মন্ত্রীসভার মন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বিজেপি।

জানা গিয়েছে, মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়ঙ্ক খাড়গে সাংবাদিকদের মুখোমুখি হলে তাকে একজন প্রশ্ন করেন, কর্নাটকের নতুন সরকার আরএসএসকে নিষিদ্ধ করবে কি? উত্তরে কংগ্রেস সভাপতির পুত্র সরাসরি আরএসএসের নাম না নিলেও ইঙ্গিত পূর্ণ মন্তব্য করে বলেন, “ধর্মীয়, রাজনৈতিক হোক বা সামাজিক, যে সংগঠন অশান্তি বাধানোর চেষ্টা করবে এবং সম্প্রীতি নষ্টের বীজ বপন করবে, রাজ্য সরকার তাদের ছে়ড়ে কথা বলবে না। আইনানুগ ও সাংবিধানিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে। সে বজরং দল, পিএফআই বা যে সংগঠনই হোক না কেন।”

পাশাপাশি কর্নাটকের শিক্ষাঙ্গণ গুলোতে হিজাব নিষিদ্ধ করা নিয়ে তৈরি বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, “সিদ্দারামাইয়া সরকার নিশ্চিতভাবে বিষয়টি বিবেচনা করবে। নাগরিক অধিকার কেড়ে নেওয়া সহ যাবতীয় জনবিরোধী সিদ্ধান্ত ও বিলের বিবেচনা করা হবে। প্রয়োজনে তা বাতিলও করা হতে পারে।” প্রসঙ্গত, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বহু মানবাধিকার সংস্থা ও মানবাধিকার কর্মীরা কর্নাটকের শিক্ষাঙ্গণ গুলোতে হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলেছেন। এখন দেখার কর্নাটকে কংগ্রেসের নতুন সরকার কি পদক্ষেপ গ্রহণ করে।

Related Articles

Back to top button
error: