HighlightNewsদেশ

দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জামিয়া ও আলিগড় বিশ্ববিদ্যালয়

টিডিএন বাংলা ডেস্ক: প্রতি বছরের ন্যয় এই বছরও প্রকাশিত হল দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা। আর সেই তালিকায় এবার একেবারে প্রথম দিকেই জায়গা করে নিয়েছে জামিয়া ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের মত ২টি মুসলিম পরিচালিত বিশ্ববিদ্যালয়। ‘ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক’বা আইআইআরএফের ২০২৩ সালের দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং চতুর্থ স্থানে আছে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। অন্যান্য বারের মত এবারও সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় শীর্ষ স্থান দখল করে নিয়েছে নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের নাম। আর তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়।

তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এই বছর দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের শিরোপা পাওয়া ৫ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪ ট বিশ্ববিদ্যালয়ই বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরোধীতা করার জন্য বিখ্যাত। এনআরসি, সিএএ থেকে শুরু করে বিজেপি পরিচালিত সরকারের বিরুদ্ধে হওয়া সমস্ত আন্দলনের ক্ষেত্রেই এই বিশ্ববিদ্যালয়গুলির গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল। বার বার মোদি সরকারের বিরোধীতায় রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছে এখানকার পড়ুয়াদের।

Related Articles

Back to top button
error: