HighlightNewsরাজ্য

বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে সামসেরগঞ্জে পথচলা শুরু আশ সিফা হেলথ সেন্টারের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা : গরিব দুঃস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে পথচলা শুরু করলো আশ সিফা হেলথ সেন্টার। মঙ্গলবার হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ও জামায়াতে ইসলামী হিন্দের সহযোগিতায় সামসেরগঞ্জের পুরাতন ডাকবাংলা সংলগ্ন এলাকায় এই আশ সিফা হেলথ সেন্টারের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান টি আরিফ আলী, জামায়াতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক, সম্পাদক মসিউর রহমান, সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, নূর মোহাম্মদ কলেজের অধ্যক্ষ অনুপ কুমার মন্ডল, হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রাজ্য কো-অর্ডিনেটর মাসুদ আলম সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পিছিয়ে পড়া এলাকায় সাধারণ মানুষ কে চিকিৎসা পরিষেবা প্রদান করতে হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্বজনেরা।

Related Articles

Back to top button
error: