HighlightNewsরাজ্য

১৬ আগস্ট থেকে রাজ্যে ‘আশীর্বাদ যাত্রা’, কেন্দ্রের বিরুদ্ধে ক্ষুব্ধ বঙ্গ বিজেপি

টিডিএন বাংলা ডেস্ক : বাংলা থেকে মনোনীত নতুন ৪ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে সামনে রেখে কর্মসূচি সাজাচ্ছে দিল্লি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১৬ আগস্ট থেকে আশীর্বাদ যাত্রা করবেন তারা। চলবে ১৯ তারিখ পর্যন্ত। তবে শুধু বাংলা নয়। গোটা দেশের সব রাজ্যের নতুন মন্ত্রীদের নিয়ে এই কর্মসূচি পরিকল্পনা করেছেন জগৎ প্রকাশ নাড্ডারা। বাংলাতে কেন্দ্রীয় নেতাদের বারবার খবরদারি। বিধানসভা ভোটের সময় মোটেও ভালোভাবে নেয়নি বঙ্গ বিজেপি। এমনকি রুদ্ধদ্বার বৈঠকে একাধিকবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বার্তা দিয়েছিলেন, ছোটখাটো কোনও বিষয়ে দিল্লির হস্তক্ষেপ থেকে স্বাধীন থাকার। কিন্তু ঘুরে ফিরেই সেই কেন্দ্রীয় শাসনই ফিরে আসছে বঙ্গ বিজেপিতে। এবার ঠিক করা হয়েছে আশীর্বাদ যাত্রার। যা মোটেও ভালো ভাবে নিচ্ছে না রাজ্য বিজেপি নেতারা। তাদের যুক্তি, গোবলয়ে এই যাত্রা সংস্কৃতি বঙ্গ ভূমিতে কোনও প্রভাব ফেলবে না। বিধানসভা ভোটে তা স্পষ্ট। দিল্লির এই কর্মসূচি রাজ্য নেতারা পুরোপুরি ভেস্তে দিতে না পারলেও বাংলাতে এই কর্মসূচির নাম পাল্টে রাখা হচ্ছে ‘শহীদ সম্মান যাত্রা’। গেরুয়া শিবিরের যুক্তি, এই ধরনের কর্মসূচির ফলে অশান্তি হওয়ার সম্ভাবনা প্রবল। যার খেসারত দিতে হবে দলের নিচুতলার কর্মীদের। তবে বঙ্গ নেতাদের যুক্তিকে আমল দিতে নারাজ জেপি নাড্ডারা। নতুন এই কর্মসূচি নিয়ে সোম ও মঙ্গলবার বৈঠক হয় এই রাজ্যের দলীয় সাংসদ এবং কয়েকজন পদাধিকারীর সঙ্গে। প্রথমে ঠিক হয়েছিল চার মন্ত্রীকে কেন্দ্র করে এই যাত্রা কর্মসূচির পোশাকি নাম হবে আশীর্বাদ যাত্রা। কিন্তু রাজ্য বিজেপির যুক্তি, করোনা আবহে এই ধরনের কর্মসূচি করলে তা ফ্লপ হতে বাধ্য। তাই সেই কর্মসূচির নাম পাল্টে হয়েছে শহীদ সম্মান যাত্রা। ৪ কেন্দ্রীয় মন্ত্রীর মূল উদ্দেশ্য ভোট-পরবর্তী হিংসায় নিহত কর্মীদের বাড়ি যাওয়া। এই কর্মসূচি নিয়ে প্রকাশ্যে বঙ্গ বিজেপি নেতারা টু শব্দটি না করলেও ৬, মুরলীধর সেন লেনে কান পাতলে শোনা যাচ্ছে একটি কথা। তা হল, দিল্লির চাপিয়ে দেওয়া কর্মসূচি থেকে কবে মুক্তি পাবে বঙ্গ বিজেপি?

Related Articles

Back to top button
error: