HighlightNewsরাজ্য

বাংলায় ডেল্টা প্লাসের হদিশ? দ্বন্দ্বে কেন্দ্র-রাজ্য

টিডিএন বাংলা ডেস্ক : করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট হানা দিল বাংলায়। এমনই দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তারা জানিয়েছে, এই রাজ্যের ৩ জন নতুন স্ট্রেইনে আক্রান্ত। তারা কোন জেলার, তা অবশ্য জানায়নি। এর পাল্টা হিসেবে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানান, ডেল্টা ভেরিয়েন্ট এর এওয়াই.৩ উপশাখাকেও ডেল্টা প্লাসের অন্তর্গত করা হয়েছে। তবে এই উপশাখাটি এমন কিছু তাৎপর্যপূর্ণ নয়। ঘটনা হলো দেশের ৩৪ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ২০টিই সংক্রমিত হয়েছে নয়া ভাইরাসে। সবচেয়ে বেশি ৩৪ জন আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, চন্ডিগড় রয়েছে তার পরেই। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, বর্তমানে দেশের ১১টি রাজ্যের ৪৪টি জেলায় করোনা পজিটিভিটির হার ১০ এর বেশি। এরমধ্যে কেরলের ছটি, রাজস্থানের দুটি, উত্তর-পূর্ব ভারতের ৬ রাজ্যের ২৯টি জেলা, হিমাচল, পশ্চিমবঙ্গ, পুদুচেরির একটি করে জেলা রয়েছে। নন করোনা যারা তাদের মধ্যে সংক্রমণের হার এবারও এক ছেড়ে দুইয়ের ঘরে ঢোকেনি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অনির্বাণ দলুই এর মতে, ডেল্টা প্লাসের সন্ধান দেশের যেখানেই পাওয়া যাক না কেন, তা উদ্বেগ বাড়ানোর জন্য যথেষ্ট। কারণ এই ভ্যারিয়েন্ট অ্যান্টিবডি নিউট্রালাইজ করার ক্ষমতা কমিয়ে দেয়।

Related Articles

Back to top button
error: