লখিমপুর খেরি মামলায় সুপ্রিম কোর্টে জামিন খারিজের পর আত্মসমর্পণ করলেন আশীষ মিশ্র

টিডিএন বাংলা ডেস্ক: রবিবার আদালতে আত্মসমর্পণ করলেন লখিমপুর খেরি কাণ্ডের মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র। ১৮ এপ্রিল আশিসকে আত্মসমর্পণের জন্য সাত দিনের সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। বাতিল করা হয়েছিল তার জামিনের আবেদন। সেই সময়সীমা শেষ হওয়ার একদিন আগেই রবিবার লখিমপুর জেলা সংশোধনাগারে গিয়ে আত্মসমর্পণ করেন আশিস।


২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এলাহাবাদ হাইকোর্ট থেকে লখিমপুর খেরি মামলায় জামিন পান আশিস মিশ্র। গত সপ্তাহে লখিমপুর খেরি কাণ্ডের মূল অভিযুক্তের জামিনকে চ্যালেঞ্জ করে কৃষকদের দায়ের করা আবেদনের শুনানির সময় শীর্ষ আদালত আশিস মিশ্রের জামিন বাতিল করার সিদ্ধান্ত নেয়। তিন বিচারপতির বেঞ্চ জানায়, ভুক্তভোগীরা এলাহাবাদ হাইকোর্টের শুনানির অধিকার থেকে বঞ্চিত হয়েছিল যার ফলে আশিস মিশ্র জামিন পেয়েছিলেন। শীর্ষ আদালত হাইকোর্টকে আশিস মিশ্রকে দেওয়া জামিন পুনর্বিবেচনা করতে বলে।
প্রসঙ্গত, ২০২১ সালের ৩ অক্টোবর লখিমপুর খেরিতে তিনটি কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ চলাকালীন আশিস মিশ্রের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ৪ কৃষক ও এক সাংবাদিকের। এই ঘটনায় ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারী কৃষকরা। শুরু হয় গণপিটুনি। হিংসাত্মক পরিস্থিতির জেরে প্রাণ হারান একজন বিজেপি কর্মী সহ আরো তিনজন। এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র মনুকে ৯ অক্টোবর গ্রেফতার করে পুলিশ। এর প্রায় চার মাস বাদে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ এলাহাবাদ হাইকোর্টের লখনও বেঞ্চ জামিন মঞ্জুর করে আশিসের। জেল থেকে বেরিয়ে উত্তর প্রদেশ বিধানসভা ভোটের প্রচারেও নামেন আশিস।