HighlightNewsদেশ

অসমের মুখ্যমন্ত্রী হিন্দুত্ববাদী নেতা হওয়ার দৌড়ে সামিল, মন্তব্য এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামের

টিডিএন বাংলা ডেস্ক: অসমের বিধায়ক আমিনুল ইসলাম বলেছেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সরমা নিজেকে একজন কট্টর হিন্দু নেতা হিসাবে প্রমাণ করার চেষ্টা করছেন যাতে তিনি আরএসএস এবং বিজেপির মন জয় করতে পারেন। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রবিবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সরমাকে নিশানা করে এমনই মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, দেশে এমন একটা পরিবেশ আছে, যেখানে অনেক বড় বড় নেতা প্রমাণ করার চেষ্টা করছেন যে তারা সবচেয়ে কট্টর হিন্দু।এর আগে, আমিনুল ইসলাম আরএসএসকে পিএফআই-এর থেকেও বেশি ভয়ঙ্কর বলে মন্তব্য করেছিলেন।

অসমের মানকাচরের বিধায়ক আমিনুল ইসলাম বলেন, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী সরমা বিধানসভায় বলেন, অসমে মুসলমানরা খুব খুশি, তবে এটি সঠিক নয়। আমিনুল ইসলাম বলেন, রাজ্যে মাদ্রাসাগুলোকে টার্গেট করে বন্ধ করে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মুসলমানদের দমন করার চেষ্টা করছেন। এর মাধ্যমে সরমা দেখিয়ে দিচ্ছেন তিনি একজন কট্টর হিন্দুত্ববাদী নেতা।

বিধায়ক আমিনুল ইসলাম বলেন, মুখ্যমন্ত্রী সরমা নিজেকে একজন কট্টর হিন্দু নেতা হিসাবে প্রমাণ করার চেষ্টা করছেন যাতে তিনি আরএসএস এবং বিজেপির মন জয় করতে পারেন। তিনি আরও বলেন, যোগী আদিত্যনাথ যদি কট্টর হিন্দু নেতা হয়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হন, তাহলে হিমন্ত বিশ্ব কেন হতে পারবেন না?

Related Articles

Back to top button
error: