HighlightNewsরাজ্য

এবার উচ্ছেদের নোটিস নোবেলজয়ী অমর্ত্যকে! জবর দখলের অভিযোগ বিশ্বভারতী কর্তৃপক্ষের

টিডিএন বাংলা ডেস্ক: বিখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি জবর দখল করে রাখার অভিযোগ তুলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই ঘটনায় এবার অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিস পাঠালো বিশ্বভারতী কর্তৃপক্ষ। আজ রবিবার অমর্ত্যের বাসভবন ‘প্রতীচী’তে পাঠানো ওই নোটিশে বলা হয়েছে আগামী ২৯ মার্চ অমর্ত্য অথবা তাঁর কোনও প্রতিনিধি যেন বিশ্বভারতীর সেন্ট্রাল অ্যাডমিশন বিল্ডিংয়ের কনফারেন্স হলে উপস্থিত থাকেন। সেখানেই ওই ‘বিতর্কিত’ জমি নিয়ে শুনানি হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি দখল করে রাখার অভিযোগ তোলা হচ্ছে এই অর্থনীতিবিদের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বার বার সেই জমি ফিরিয়ে দেওয়ার আবেদন করেছে। যদিও প্রথম থেকেই অমর্ত্য সেন তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন ওই জমি বিশ্বভারতীর থেকে লিজ় নেওয়া ছিল। এই পুরো ঘটনায় বিশ্বভারতীর বিরুদ্ধে সরব হয়ে অমর্ত্য সেনের পক্ষ সুর চড়িয়েছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Back to top button
error: