ভুয়ো মার্কশিট তৈরি করে পোস্ট অফিসে চাকরির প্রচেষ্টা, আটক অভিযুক্তরা

টিডিএন বাংলা ডেস্ক: ভুয়ো মার্কশিট তৈরি করে পোস্ট অফিসে চাকরির প্রচেষ্টা করার অভিযোগে ৭ জন অভিযুক্তকে আটক করলো বালুরঘাটে থানার পুলিশ। অভিযোগ, ওই ৭ জন অভিযুক্ত মাধ্যমিকের ভুয়ো মার্কশিট ও সার্টিফিকেট তৈরি করে প্রতারণার মাধ্যমে পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবা পদে চাকরি নেওয়ার চেষ্টা করে। কিন্তু বালুরঘাট পোস্ট অফিসের আধিকারিকেরা ওই সব ডকুমেন্ট স্ক্রুটিনি করে দেখতে গিয়েই ধরা পড়ে যায় প্রতারণা। তারপরই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে তাদের গ্রেফতার করে।

ইতিপূর্বে একই অভিযোগে বিগত ২ মাসে ১০ জন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। যার ফলে সন্দেহ তৈরি হচ্ছে এই ধরণের ঘটনার পিছনে বড় কোনও চক্রও থাকতে পারে। ইতিমধ্যে এই ঘটনার পিছনে আর কেউ যুক্ত আছে কিনা তা জানতে শুরু হয়েছে তদন্ত।