শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ভার প্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ

ছবি সুত্রঃ CNN

টিডিএন বাংলা ডেস্ক: অবশেষে সম্পন্ন হল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন। অনেক প্রতিদ্বন্দিতার মধ্যেও শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হলেন রনিল বিক্রমাসিংহ। সদ্যপ্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের পর তিনি দেশটির ভার প্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন কর ছিলেন। পাশাপাশি তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বও সামলাচ্ছেন। তবে এবার অস্থায়ী প্রেসিডেন্ট থেকে তিনি স্থায়ি প্রেসিডেন্ট নিযুক্ত হলেন। শ্রীলঙ্কা সংসদে মোট সিটের সংখ্যা ২২৫ টি। এরমধ্যে রাজাপক্ষের দল এসএলপিপি-র ১০০ জন সদস্য রনিলকে সমর্থন করেছেন। তামিল দল টিএনএ-র ১০ সদস্যও তাঁকে সমর্থনের সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়ে ছিল। এছাড়াও কিছু ছোট দল এবং নির্দল সাংসদের ভোট পেয়ে যান তিনি।

উল্লেখ্য যে, শ্রীলঙ্কার ইউনাউটেড ন্যাশনাল পার্টির সদস্য ৭৩ বছরের রনিল। ২০২০ সাল পর্যন্ত তিনিই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি মোট ৬ বার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। এরপর মাহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন শুরু হলে রণিলকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেন প্রেসিডেন্ট গোতাবায়া। এবার তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এবার কি রাজনৈতিক ভাবে অস্থির শ্রীলঙ্কায় শান্তি ফিরবে। নাকি জারি থাকবে আন্দোলন সেটাই দেখার।