HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

‘আয়ুষ্মান ভব’ কর্মসূচি কেন্দ্রের, সুবিধা পাবেনা পশ্চিমবঙ্গবাসী, লোকসভা ভোটই মূল লক্ষ্য অভিযোগ বিরোধীদের

টিডিএন বাংলা ডেস্ক: দেশবাসীর জন্য সুচিকিৎসা ও ভালো স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে আগামি কাল থেকে দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের উদ্বোগে শুরু হচ্ছে ‘আয়ুষ্মান ভব’ কর্মসূচি। আগামিকাল ‘আয়ুষ্মান ভব’ কর্মসূচির উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত এই আয়ুষ্মান ভারত যোজনায় প্রকল্পের সুবিধা পাবেন না পশ্চিমবঙ্গবাসী। কারণ রাজ্য সরকার এই প্রকল্প গ্রহণ করেনি। কারণ হিসাবে মমতা সরকারের স্বাস্থ্য মন্ত্রক জানিয়ে দেয়, যেহেতু তাদের নিজস্ব স্বাস্থ্য সাথী প্রকল্প রয়েছে, সেই কারণে তারা আয়ুষ্মান পরিকল্পনায় অংশ নেবে না। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে খবর দিল্লি পশ্চিমবঙ্গের মতো কিছু রাজ্য গোড়া থেকেই ওই প্রকল্পে যোগ দেয়নি।

এদিকে ‘আয়ুষ্মান ভারত প্রকল্প’ আসলে লোকসভা নির্বাচনের আগে বিজেপি সরকারের ভাবমূর্তি ঠিক করার একটা চেষ্টা বলে অভিযোগ তুলেছে বিরোধীদের একাংশ। তাদের দাবি মুখে চাই বলুক আসলে লোকসভা ভোটই মোদী সরকারের মূল লক্ষ্য। বিরোধীদলীয় নেতাদের অভিযোগ, পাঁচ বছর আগে আয়ুষ্মান ভারত প্রকল্প হাতে নেওয়া হলেও, এখনও পর্যন্ত ৪০ শতাংশ মানুষ ওই কার্ড পেয়েছেন। লোকসভা নির্বাচন এগিয়ে আসায় এখন ওই স্বাস্থ্য কার্ড বাড়িতে পৌঁছে দিয়ে ভোট নিশ্চিত করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার।

Related Articles

Back to top button
error: