প্রস্তুত থাকুন বিহারে আমাদের সরকার গঠিত হবে; মহাজোটের নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে দাবি তেজস্বী যাদবের

Image courtesy: Tejaswi Yadhav's FB page

টিডিএন বাংলা ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেলেও মহাজোটের নবনির্বাচিত বিধায়কদের এবং প্রার্থীদের হতাশ না হয়ে বরং মহাজোটের সরকার গঠনের জন্য প্রস্তুত থাকার বার্তা দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বৃহস্পতিবার পাটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাসভবনে মহাজোটের নেতাদের বৈঠকে এমনটাই দাবি করলেন লালু যাদব পুত্র তেজস্বী যাদব।

বৃহস্পতিবার, মহাজোটের নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে সভাপতি হিসেবে নির্বাচিত হবার পর আরজেডি নেতা তেজস্বী যাদব বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়ার ওপর কারচুপির অভিযোগ তুলে বলেন, মহাজোটের থেকে এনডিএ মাত্র ১২,২৭০ ভোটে এগিয়ে রয়েছে। এই পরিমাণ অতিরিক্ত ভোটের সাহায্যে ১৫ আসনে এগিয়ে থাকা কিভাবে সম্ভব? এই পরিসংখ্যানে বলে দিচ্ছে যে ভোট গণনার দিন ঠিক কী হয়েছে। এদিন একটি সাংবাদিক সম্মেলন করে তেজস্বী যাদব বলেন, জনতার রায় মহাজোটের পক্ষে রয়েছে, অথচ নির্বাচন কমিশনের পরিনাম এনডিএর পক্ষে।

তেজস্বী যাদব এ প্রসঙ্গে আরো বলেন, জনতার আদেশ এবারে পরিবর্তনের সমর্থনে ছিল অথচ ফের একবার জনতার রায় চুরি করা হয়েছে। এর আগে ২০১৫ সালে ঠিক এমনটাই করা হয়েছিল। লালু যাদব পুত্র সরাসরি নীতীশ কুমারের নাম উচ্চারণ না করে বলেন, যারা তৃতীয় নম্বরে পৌঁছে গেছেন, তারা আজ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার জন্য প্রস্তুত। এরপর সরাসরি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কে হুঁশিয়ারি দিয়ে তেজস্বী যাদব বলেন, নিতিশ কুমার এর মধ্যে যদি সামান্যতম নৈতিকতা বেঁচে থাকে তাহলে, তার তৎক্ষণাৎ ইস্তফা দিয়ে দেওয়া উচিত।

ভোট গণনায় কারচুপির অভিযোগ করে তেজস্বী যাদব আরো বলেন, সরকারি পদ্ধতির অপব্যবহার করা হয়েছে। অধিকাংশ ভোটগ্রহণ কেন্দ্রের পোস্টাল ব্যালটের ভোটের গীতি আগে না করে ইভিএম মেশিনে ভোট গণনা করা হয়েছে। শুধু তাই নয় প্রায় ৮০০ থেকে ৯০০ পোস্টাল ব্যালটে বাতিল পর্যন্ত করা হয়েছে বলে দাবি করেন লালু যাদব পুত্র। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ভোট গণনার সমস্ত প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হয়েছে। তাই নির্বাচন কমিশনের কাছে তাঁদের প্রশ্নের নিরসনের জন্য ঐ সমস্ত ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনার আবেদন জানান তিনি। তিনি বলেন নির্বাচন কমিশনের দায়িত্ব প্রার্থীদের মনে যদি কোন প্রশ্ন থাকে তার উত্তর দেওয়া। শুধু তাই নয়, যে সমস্ত কেন্দ্রে মহাজোট এনডিএর কাছে সামান্য ভোটের ব্যবধানে হেরে গেছে সেই সমস্ত কেন্দ্রে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব।