বিহারের মানুষ মহাজোটকে চাইলেও কমিশন এনডিএকে জিতিয়েছে, দাবি তেজস্বীর

টিডিএন বাংলা ডেস্ক: বিহারের মানুষ মহাজোটকে চেয়েছে। কিন্তু নির্বাচন কমিশন এনডিএকে জিতিয়েছে। ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে এমনটাই দাবি করলেন বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও নীতীশজি আমাকে হারাতে সমস্ত শক্তি প্রয়োগ করেছিলেন। কিন্ত আরজেডিকে একক বৃহত্তম দল হওয়া থেকে আটকাতে ব্যর্থ হয়েছেন। বিহারের মানুষ মহাজোটকে চেয়েছে কিন্তু কমিশন এনডিএকে জিতিয়ে দিয়েছেন। তিনি আরো বলেন, বিহারে এনডিএ পেয়েছে ৩৭.৩ শতাংশ ভোট। আর মহাজোট পেয়েছে ৩৭.২ শতাংশ ভোট। অর্থাৎ ১২ হাজারের চেয়ে সামান্য বেশি ভোট এসেছে মোজি-নীতীশ জুটির ঝুলিতে। আর তাতেই ১৫টি আসন হাসিল করেছে তারা। এই অংকে গন্ডগোল রয়েছে।