HighlightNewsদেশ

সেনাপতি রাওয়াতের আগে আর কাদের বিমান বা কপ্টার দুর্ঘটনায় প্রাণ গেছে

টিডিএন বাংলা ডেস্ক : নতুন নয়। এর আগেও একাধিকবার বিমান বা চপার দুর্ঘটনার শিকার হয়েছিলেন বহু সেনা আধিকারিক। প্রাণ হারিয়েছেন অনেক রাজনৈতিক হেভিওয়েট। এক নজরে দেখে নেব কারা ছিলেন সেই ব্যক্তিত্ব।

২০১১ সাল। কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় অরুণাচলপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ডোরজি খান্ডুর। ইউরোকপ্টার বি-৮ করে তাওয়াং থেকে ইটানগর যাচ্ছিলেন তিনি। কিন্তু পশ্চিম কামেং জেলায় আকাশপথে দুর্ঘটনা ঘটে। তদন্তে ধরা পড়ে, সিঙ্গল ইঞ্জিনে গন্ডগোলের কারণেই বিপত্তি।

এরপর যাঁর কথা বলতে হয়, তিনি হলেন ওয়াই এস রাজশেখর রেড্ডি। ২০০৯ সালে কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডির। দুর্ঘটনা ঘটে অন্ধ্রপ্রদেশ-রায়ালসীমার কাছে নাল্লামালা জঙ্গলে। কপ্টারটি ছিল বেল ৪৩০ সিরিজের। দেহ তন্নতন্ন করে খোঁজা হয়। তারপরও দেহ মেলেনি।

কপ্টার দুর্ঘটনার শিকার হয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী মাধবরাও সিন্ধিয়া। ২০০১ সালে উত্তরপ্রদেশের মঈনপুরি জেলার কাছে মোট্টা গ্রামে ওই দুর্ঘটনায় মৃত্যু হয় কংগ্রেস সাংসদের। কংগ্রেস নেতার ব্যক্তিগত বিমান বিচক্র্যাফট কিং এয়ার সি ৯০ দুর্ঘটনার কবলে পড়েছিল।

কপ্টারে প্রাণ নিয়েছে আরও অনেকের। যেমন, ১৯৮০ সালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ইন্দিরাপুত্র সঞ্জয় গান্ধির। বিমানটি ছিল পিটস স্পেশাল-২এ এয়ারক্র্যাফট। ২০১৬ সালের ৩০ নভেম্বর ফের কপ্টার দুর্ঘটনা। দার্জিলিংয়ের সুকনায় সামরিক ঘাঁটির কাছে ভেঙে পড়ে সেনার একটি কপ্টার। ওই দুর্ঘটনায় তিনজন উচ্চপদস্থ সেনা অধিকারিকের মৃত্যু হয়েছিল।

Related Articles

Back to top button
error: