আন্তর্জাতিক

বেজিংয়ের হুঙ্কার, ‘এক ইঞ্চি জমিও চিন ছাড়বে না’

টিডিএন বাংলা ডেস্ক: এক গুঁয়ে চীন! এতো আলোচনার পরেও সীমা লঙ্ঘন করছে। বেজিং হুঙ্কার দিয়েছে, ‘চিন এক ইঞ্চিও জমি ছাড়বে না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও অখণ্ডতা বজায় রাখতে চিনের সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ, সক্ষম ও আত্মবিশ্বাসী।’ খবরে প্রকাশ, গত রাতে মস্কোয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ চিনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফংহ-র সঙ্গে বৈঠকে জানিয়ে দেন, ‘চিনা সেনাবাহিনীর কাজকর্ম, বিপুল সংখ্যায় বাহিনী জড়ো করা, আগ্রাসী আচরণ, একতরফা প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বদলের চেষ্টা—এর সবই দু’দেশের দ্বিপাক্ষিক চুক্তির বিরুদ্ধে।’ প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতিতে বলেছে, ‘দু’দেশের বিশেষ প্রতিনিধির মধ্যে বৈঠকে যে বোঝাপড়া হয়েছিল, চিনের সেনার কাজকর্ম তার সঙ্গেও খাপ খায় না।’ রাজনাথ সিংহ বলেন, চিন যেন প্রকৃত নিয়ন্ত্রণরেখা মেনে চলে এবং তাতে বদলের চেষ্টা না-করে। প্যাংগং লেক বা ১৭ নম্বর পেট্রলিং পয়েন্টের মতো একাধিক জায়গায় চিনের সেনার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। ভারত চিনকে ওই সব এলাকা খালি করতে বলেছে।
এদিকে বেজিংয়ে চিনের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ওয়েই রাজনাথকে বলে দিয়েছেন, লাদাখে উত্তেজনার পিছনে সব দোষ ভারতের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের বৈঠকে যে সব সমাধান সূত্র বেরিয়েছিল, ভারতই তা লঙ্ঘন করছে।
এদিকে কংগ্রেস প্রশ্ন তুলেছে, আলোচনা তো হচ্ছে। তার ফল কী হচ্ছে? ইউপিএ-জমানায় চিনের অনুপ্রবেশের সময়ে নরেন্দ্র মোদী গুজরাত থেকে প্রশ্ন তুলেছিলেন, মনমোহন সিংহ কবে চিনকে ‘লাল আঁখ’ দেখিয়ে কথা বলবেন? কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালার কথায়, ‘‘প্রধানমন্ত্রী মোদী কবে চিনকে লাল চোখ দেখাবেন?’’ সুরজেওয়ালার যুক্তি, মোদী জমানায় বিদেশমন্ত্রী স্তরে এক বার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দু’বার, রাষ্ট্রদূত স্তরে দু’বার, দু’দেশের মধ্যে যে ‘ওয়ার্কিং মেকানিজম’ রয়েছে, সেখানে চার বার এবং সেনার কোর কমান্ডার স্তরে পাঁচ বার বৈঠক হয়েছে। এ বার প্রতিরক্ষামন্ত্রী স্তরেও বৈঠক হল। তাতে ফল কী হল?

Related Articles

Back to top button
error: