দেশ

অবশেষে ফাঁস হল পাকিস্তানের মিথ্যে বচন; হিজবুল নেতা সৈয়দ সালাহউদ্দিন আইএসআইয়ের কর্মকর্তা

টিডিএন বাংলা ডেস্ক: ভারতের গোয়েন্দা সংস্থা শেষপর্যন্ত বিশ্বের সামনে পাকিস্তানের ভোল খুলতে সক্ষম হল। ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে এমন একটি গুপ্ত দস্তাবেজ এসেছে যেখানে বলা হয়েছে যে হিজবুল নেতা আতঙ্কবাদী সৈয়দ সালাহউদ্দিন আইএসআইয়ের কর্মকর্তা।

ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে আশা ওই দস্তাবেজে হিজবুল নেতা সৈয়দ সালাহউদ্দিনের সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে কিছু নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৯ সালের এই নথিতে বলা হয়েছে যে সালাউদ্দিন আইএসআইয়ের বোনফাইড কর্মকর্তা এবং কারণ ছাড়া তার গাড়ি থামানো উচিত নয়।

প্রসঙ্গত, সালাউদ্দিন ভারতে বহু সন্ত্রাসী হামলার পিছনে যুক্ত ছিল। ২০১৬ সালের পাঠানকোট হামলার মূল পরিকল্পনাকারী ছিল ওই হিজবুল নেতা। আমেরিকা সালাহউদ্দিনকেও সন্ত্রাসী হিসাবে ঘোষণা করেছে। পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ভারত এখন ওই দস্তাবেজ এফএটিএফ এবং অন্যান্য সমস্ত আন্তর্জাতিক সংস্থার হাতে তুলে দেবে।

Related Articles

Back to top button
error: