দেশ
কানহাইয়া কুমারের নাগরিকত্ব বাতিলের আবেদন খারিজ এলাহাবাদ হাইকোর্টে, পাল্টা জরিমানা আবেদনকারীকে
টিডিএন বাংলা ডেস্ক: জেএনইউ’য়ের প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমারের নাগরিকত্ব বাতিলের আর্জি খারিজ করে দিলো এলাহাবাদ হাইকোর্ট। পাল্টা আবেদনকারীকে জরিমানা করলো আদালত। আজ এক রায়ে করোনার কঠিন সময়ে কোর্টের মূল্যবান সময় নষ্টের পাশাপাশি সস্তায় নিজের প্রচার করার চেষ্টার জন্য ২৫০০০ টাকা জরিমানা করা হয় আবেদনকারীকে।