দেশ

চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে রাজনাথ সিংয়ের সাক্ষাতের সিদ্ধান্ত ভুল ছিল; জানালেন সুব্রহ্মণ্যম স্বামী

টিডিএন বাংলা ডেস্ক: ভারত চীন সীমান্তে চলতে থাকা বিবাদের মাঝে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি রাশিয়া সফরকালে চীনা প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেঙ্গির সাথে সাক্ষাত করেন। দুই নেতার মধ্যে এই বৈঠক দুই ঘন্টা ২০ মিনিট ধরে চলে।এসসিওর সম্মেলন ব্যতীত এই বৈঠককে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী একটি বড় ভুল হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন রাজনাথ সিংয়ের চিনা প্রতিরক্ষামন্ত্রীর সাথে বৈঠকে সম্মতি দেওয়া উচিত হয়নি।

একটি টুইট করে সুব্রহ্মণ্যম স্বামী লিখেছেন, “আমাদের ভাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে রাজি হওয়া উচিত ছিল না। এটি একটি সম্মিলিত সিদ্ধান্ত হওয়া উচিত ছিল। আমার ব্যক্তিগত মতামত চীনের প্রতিরক্ষামন্ত্রীর সাথে দেখা করা বড় ভুল ছিল। “

এরপরে সুব্রহ্মণ্যম স্বামী আরও একটি টুইটে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পরের সপ্তাহের বৈঠক বাতিলের দাবি জানিয়ে লেখেন, “পরের সপ্তাহে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের বিদেশমন্ত্রীর প্রস্তাবিত বৈঠকটি ভারতের বাতিল করা উচিত। এটি অপ্রয়োজনীয় কারণ, ভারত চায় চীনের দখলকৃত ভারতীয় অঞ্চল চিন খালি করে দিক, অপরদিকে চীন ওই অঞ্চলকে ভারতীয় ক্ষেত্র হিসাবে স্বীকৃতি দিতে চায়না সুতরাং ওই অঞ্চল দখলমুক্ত করবে না।”

Related Articles

Back to top button
error: