HighlightNewsদেশ

মুসলিম হওয়ার কারণে ফাঁসানো হয়েছে, অভিযোগ রেস্তোরাঁ মালিকের পরিবারের

টিডিএন বাংলা ডেস্ক: মুসলিম হওয়ার কারণে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করলেন উত্তরপ্রদেশের সেই রেস্তোরাঁ মালিকের পরিবার। কয়েক দিন পূর্বেই হিন্দু দেব দেবীর ছবি থাকা কাগজে মুড়ে মাংস বিক্রি করার ও পুলিশের ওপর ছুরি নিয়ে হামলা চালানোর অভিযোগে উত্তরপ্রদেশের সম্বল জেলা থেকে তালিব এক মুসলিম রেস্তোরাঁ মালিককে গ্রেফতার করে পুলিশ। কিন্তু সেই পরিবারের অভিযোগ এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাদের দাবি, তালিব পুলিশের ওপর ছুরি নিয়ে হামলা চালায়নি। পুলিশ মিথ্যা ঘটনা সাজিয়েছে বলেও অভিযোগ করেছে তারা।

রেস্তোরাঁ মালিক তালিবের ছেলে তাবিশ এক সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে রেস্তোরাঁ চালাচ্ছেন। কেউ কখনও আমাদের সম্পর্কে এমন অভিযোগ আনেনি। এই মামলার কোনও ভিত্তি নেই’। তিনি আরও যোগ করেন, ‘আমাদের দোকানের তরফে কাগজে মুড়ে কেবল রুটি দেওয়া হয়। কখনওই মাংস দেওয়া হয় না। মাংস দেওয়ার জন্য আমরা অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করি। বাবাকে ফাঁসানো হয়েছে।’

রেস্তোরাঁর কর্মী আব্দুল রশিদের অভিযোগ, ‘প্রায় ১৫ বছর এই হোটেলে কাজ করি কখনও এমন কোনও ঘটনা নজরে আসেনি। এটা পুলিশের সাজানো ঘটনা। তালিব ছুরি দিয়ে কাউকে আঘাত করেনি। বিলিং ডেস্কে কোনও ছুরি ছিল না।’ যদিও এই বিষয়ে পুলিশের মন্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

Related Articles

Back to top button
error: