বিশ্বভাষা হিসাবে রাষ্ট্রসঙ্ঘের স্বীকৃতি পেল বাংলা, হিন্দি এবং উর্দু ভাষা

টিডিএন বাংলা ডেস্ক: আমেরিকার নিউইয়র্ক শহরে অনুষ্টিত রাষ্ট্রপুঞ্জের ৭৬তম সাধারণ অধিবেশনে বিশ্বভাষা হিসাবে রাষ্ট্রসঙ্ঘের স্বীকৃতি পেল আমাদের মাতৃ ভাষা বাংলা ভাষা। তবে শুধু বাংলা ভাষাই নয় একইসঙ্গে হিন্দি এবং উর্দু ভাষাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। এবার থেকে রাষ্ট্রসঙ্ঘের বিশ্বব্যাপী যোগাযোগের মাধ্যম হিসেবে বাংলা ভাষাকেও ব্যবহার করা হবে।

এদিনের অধিবেশনে অ্যান্ডোরা এবং কলম্বিয়া বহুভাষাবাদের পক্ষে একটি প্রস্তাবনা পেশ করেন। বহুভাষাবাদ সম্পর্কিত সেই প্রস্তাবনাটি ভারত সমর্থন করে। মোট ৮০টি দেশের সমর্থনে সাধারণ অধিবেশনে সেই প্রস্তাবনা গৃহীত হয়ে যায়। আর সেই প্রস্তাবের ফলেই এখন থেকে বেসরকারি ভাষা হিসেবে বাংলাও সমহিমায় প্রতিভাত হবে। এক টুইটা বার্তায় এই খবর জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি। তিনি টুইটারে লেখেন, ‘এই বছর প্রথমবারের জন্য প্রস্তাবনায় হিন্দি ভাষার উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, বাংলা ও উর্দুরও উল্লেখ করা হয়েছে এই প্রথম। এই সংযুক্তিকরণকে স্বাগত জানাই।’

প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জের সরকারি ভাষা হিসাবে স্বীকৃত আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ ও স্প্যানিশ মোট এই ৬টি ভাষা। আর অন্যান্য ভাষাগুলিকে রাষ্ট্রপুঞ্জ বেসরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়ে থাকে।