আন্দোলনরত কৃষকদের সমর্থন করতে গিয়ে গ্রেপ্তার শাহীনবাগের বিলকিস দাদি

Image courtesy: Rana Ayub's Twitter page

টিডিএন বাংলা ডেস্ক: লাগাতার পাঁচ দিন ধরে রাজধানী দিল্লির সীমান্তে আন্দোলনরত কৃষক সংগঠনের সদস্যদের সমর্থন জানিয়েছেন শাহীনবাগের মহিলারা। এই পরিস্থিতিতে আন্দোলনরত কৃষকদের সমর্থন করতে আজ সিংঘু বর্ডারে পৌঁছান শাহীনবাগ আন্দোলন খ্যাত বিলকিস দাদি। সেখানেই পুলিশ গ্রেফতার করে তাঁকে। এই ঘটনার কিছুক্ষণ আগেই বিলকিস দাবি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি কৃষকের মেয়ে। আজ তিনি কৃষকদের এই বিদ্রোহ সমর্থন করবেন। কৃষকদের সমর্থন এইসব হবেন তিনি। সরকারের উচিত তাদের কথা শোনা।

প্রসঙ্গত, আজ কৃষক আন্দোলনের ষষ্ঠ দিন। লাগাতার দিল্লির সীমান্তে ৩২টি কৃষক সংগঠন এর হাজার হাজার সদস্যরা কেন্দ্রের নয়াকৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন। তাদের আশঙ্কা কেন্দ্রের এই নয় আইনের মাধ্যমে ন্যূনতম সমর্থন মূল্য শেষ হয়ে যাবে। তাই কেন্দ্রের নয়াকৃষি আইন ফেরত নেওয়ার আবেদন জানিয়ে লাগাতার বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন হাজার হাজার কৃষকরা। আজ বিজ্ঞানভবনে আন্দোলনকারী কৃষকদের সাথে বিনাশর্তে আলোচনায় বসেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এবং সোমপ্রকাশ।