শুরু হলো বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরের নতুন রাজনৈতিক অধ্যায়; যোগ দিলেন শিবসেনায়

ছবি সৌজন্যে উর্মিলা মাতন্ডকরের টুইটার পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরের নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিব সেনা প্রমুখ উদ্ধব ঠাকরের উপস্থিতিতে শিবসেনায় শামিল হলেন উর্মিলা মাতন্ডকর। সূত্রের খবর অনুযায়ী খুব শীঘ্রই মহারাষ্ট্রের বিধানসভায় বলিউড অভিনেত্রী উর্মিলা মার্তন্ডকরকে পাঠানোর চেষ্টা রয়েছে শিবসেনা।

প্রসঙ্গত, এর আগেও রাজনৈতিক ময়দানে সামিল হয়েছেন উর্মিলা মাতন্ডকর। লোকসভা নির্বাচনেও অংশগ্রহণ করেছেন তিনি। সম্প্রতি কংগ্রেসের সঙ্গ পরিত্যাগ করেছিলেন তিনি। এবার শিবসেনায় যোগদান করলেন বলিউড অভিনেত্রী।এদিন শিবসেনার যোগদানের পর নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে সমস্ত মহারাষ্ট্রের বাসিন্দাদের এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।