HighlightNewsদেশ

ত্রিপুরাতে বিপাকে ২ মহিলা সাংবাদিক, পুলিশের বিরুদ্ধে আঙ্গুল তোলাতেই সাজা?

টিডিএন বাংলা ডেস্ক : ত্রিপুরাতে দুই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগের ভিত্তিতে পুলিশ সমৃদ্ধি সাকুনিয়া ও স্বর্ণা ঝায়ের বিরুদ্ধে মামলা রুজু করেছে। তাঁদের বিরুদ্ধে ১৫৩ (ক) দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি চেষ্টা, ১২০ (বি) (অর্থাৎ ফৌজদারি ষড়যন্ত্রে লিপ্ত থাকা) ধারায় মামলা রুজু হয়েছে।

সম্প্রতি ত্রিপুরাতে মসজিদ ভাঙচুরের ঘটনা সম্প্রচার করেছিলেন ওই দুই তরুণী সাংবাদিক। ত্রিপুরার পুলিশের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ এনেছিলেন তারা। তারপরই তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ভুল সংবাদ পরিবেশন করার অভিযোগও আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। ওই দুই সাংবাদিকের অভিযোগ তাঁদের হোটেলে ঢুকে ভয় দেখানোর চেষ্টা করেছিল পুলিশ। টুইটার হ্যান্ডেলে সমৃদ্ধি লেখেন, গতকাল রাত সাড়ে দশটা নাগাদ পুলিশ হোটেলে এসেছিল। নোটিশ ধরিয়েছে ভোর সাড়ে পাঁচটা নাগাদ। আমাদের আজই হোটেল ছেড়ে আগরতলা যাওয়ার কথা। পুলিশের আশ্বাস সত্ত্বেও হোটেল ছাড়তে পারছিনা।”

Related Articles

Back to top button
error: