HighlightNewsদেশ

২৩ জুন ত্রিপুরায় উপনির্বাচন, তারই আগে তৃণমূলের পতাকা খুলে নেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: আগামী ২৩ জুন ত্রিপুরার চারটি বিধানসভার উপনির্বাচন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্বাচনী বিধি লাগু হয়েছে। সেই উপলক্ষে জোর কদমে শুরু হয়েছে প্রচার। চলছে একে অপরের দিকে কাদা ছোঁড়া ছুঁড়ির ঘটনাও। এরই মধ্যে বিজেপির মদতে আগরতলা পুর প্রশাসন তৃণমূলের পতাকা খুলে দিচ্ছে বলে অভিযোগ করলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূলের সভাপতি সুবল ভৌমিক। তিনি অভিযোগ করেন যে, আগরতলা পুর এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা খুলে নেওয়ার ক্ষেত্রে প্রশাসনকে কাজে লাগাচ্ছে বিজেপি।

এদিন সাংবাদিক সম্মেলন করে সুবল ভৌমিক বলেন, ‘জনগনের সমর্থন হারিয়ে প্রশাসনকে ব্যাবহার করে বিরোধীদের রুখে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির।’ দলীয় পতাকা খুলে দেওয়ার ঘটনায় ইতিমধ্যে তারা নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘দীর্ঘ লড়াই করে বিজেপিকে যারা ক্ষমতায় এনেছে সেই যুবসমাজ আজ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর তাই প্রশাসনকে নগ্নভাবে ব্যাববহার করছে তৃণমূলকে প্রতিহত করতে।’ নির্বাচনী বিধি লাগু হওয়ার পর কিভাবে পুরসভা এই কাজ করে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। প্রসঙ্গত, ভোট ঘোষণার পর থেকেই ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস জোরদার প্রচার শুরু করেছে বিধানসভা এলাকা গুলিতে। দলীয় পতাকায় নির্বাচনী এলাকা একপ্রকার মুড়ে ফেলে ঘাসফুল শিবির।

Related Articles

Back to top button
error: