রাজ্য

বীরভূমে বিজেপির সক্রিয় কর্মী বাড়িতে বিস্ফোরণ ঘটনায় গ্রেফতার এক

কৌশিক সালুই, টিডিএন বাংলা, বীরভূম: সক্রিয় বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় বীরভূমের দুবরাজপুর থানা চন্ডিপুর ডাঙ্গাল পাড়ায় । বাড়ির মালিক তথা বিজেপি কর্মী পলাতক। তৃণমূলের অভিযোগ মজুদ বোমা থেকে বিস্ফোরণ। বিজেপি সেই অভিযোগ খারিজ করে দিয়ে জানিয়েছে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ। যদি বোমা থেকে বিস্ফোরণ হয় তাহলে সেটা তৃণমূল কংগ্রেসের চক্রান্ত। ঘটনার তদন্ত শুরু করে বাড়ি মালিকের দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুবরাজপুর থানার লোবা পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামের ডাঙাল পাড়ার তরুন ডোম নামে এক সক্রিয় বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ হয় গত শুক্রবার সন্ধ্যায়। বিস্ফোরণের ঘটনায় যদিও কেউ যখম হয়নি। বাড়ির জানালার কাচ ভেঙেছে। ঘটনার পর থেকেই পরিবারসহ ওই বিজেপি সক্রিয়় কর্মী পলাতক। বিজেপি কর্মীর দাদা বসন্ত ডোমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে এদিন দুবরাজপুর আদালতে তোলা হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে বাড়িতে বোমা মজুদ করে রেখেছিল ওই বিজেপি কর্মী। সেই মজুদ বোমা থেকেই বিস্ফোরণ ঘটেছে। যদিও তৃণমূল নেতৃত্বের অভিযোগ খারিজ করে দিয়ে বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল বলেন,” গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ওই দুর্ঘটনা ঘটেছে। আর যদি বোমা হয়় তাহলেে সেটা তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে বাড়িতে রেখে দিয়েছিল। বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন,” বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কি থেকে বিস্ফোরণ সেটা তদন্ত শুরু করেছে পুলিশ”।

Related Articles

Back to top button
error: