নতুন রেকর্ড! স্রেফ একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৭ হাজার, সুস্থ হয়েছেন ৮১ হাজার
টিডিএন বাংলা ডেস্ক: ভারতে ফের নতুন রেকর্ড গড়লো করোনা। গত ২৪ ঘন্টায় দেশে ৯৭,৫৭০ জন নতুন করে আক্রান্ত হয়েছে করোনায়। নতুন মামলা হয়েছে। এর আগে ১০ সেপ্টেম্বর রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৯৬,৫৭০ জন আক্রান্ত হয়েছিলেন করোনায়। একই সময়ে, ২৪ ঘন্টার মধ্যে ১২০১ জন প্রাণ হারিয়েছেন। ২ সেপ্টেম্বর থেকে দেশে প্রতিদিন এক হাজারেরও বেশি মানুষ মারা যাচ্ছেন। তবে, সুখের খবর হল, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সুস্থ হয়ে ওঠারও নতুন রেকর্ড তৈরি হয়েছে। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৮১,৫৩৩ জন।
শনিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ লক্ষ ৬০ হাজার জন। এর মধ্যে ৭৭,৪৭২ জন করোনা রোগী ইতিমধ্যে মারা গেছেন। বেশে মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা বর্তমানে ৯ লক্ষ ৫৮ হাজার এবং ৩৬ লাখ ২৪ হাজার মানুষ সুস্থ হয়েছেন।সংক্রামিত সক্রিয় সংখ্যার তুলনায় স্বাস্থ্যকর মানুষের সংখ্যা প্রায় তিনগুণ বেশি।