HighlightNewsদেশ

নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী ৩৮ নেতার তালিকা তৈরি করল বিজেপি, সাবধান করা হয়েছে ২৭ জনকে

টিডিএন বাংলা ডেস্কঃ নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এবার দলের ৩৮ জন এমন নেতাকে চিহ্নিত করল বিজেপি যারা অতীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। সূত্রের খবর, এর মধ্যে ২৭ জন নির্বাচিত নেতাকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি, ধর্মীয় ইস্যুতে বিবৃতি দেওয়ার আগে তাদের দল থেকে অনুমতি নিতে বলা হয়েছে।

নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা নূপুর শর্মা এবং নবীন কুমারের বিরুদ্ধে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে বিজেপি। এবার ভবিষ্যতেও যাতে এধরনের বেফাঁস মন্তব্য কেউ করে না বসেন সেদিকেও নজর দিয়েছে গেরুয়া শিবির। জানা গিয়েছে, ইতিমধ্যেই গত ৮বছরে বিজেপি নেতাদের কড়া মন্তব্য আইটি বিশেষজ্ঞদের সহায়তায় যাচাই করা শুরু করেছে বিজেপি। প্রায় ৫,২০০ টি বিবৃতি অপ্রয়োজনীয় বলে পাওয়া গেছে। ২,৭০০ টি বিবৃতির শব্দ স্পর্শকাতর বলে প্রমাণিত হয়েছে।এহেন মন্তব্য করা ৩৮ জন নেতার বক্তব্যকে ধর্মীয় বিশ্বাসে আঘাতের ক্যাটাগরিতে রাখা হয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই নেতাদের মধ্যে রয়েছেন, অনন্ত কুমার হেগড়ে, শোভা করন্দলাজে, গিরিরাজ সিং, তথাগত রাই, প্রতাপ সিমহা, বিনয় কাটিয়ার, মহেশ শর্মা, টি. রাজা সিং, বিক্রম সিং সাইনি, সাক্ষী মহারাজ, সঙ্গীত সোম।

এদিকে নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর আরব দেশগুলিতে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। কুয়েতের কয়েকটি সুপারস্টোরে ইতিমধ্যেই ভারতে তৈরি পণ্য বিক্রি করা বন্ধ করে দিয়েছে। কুয়েত সরকার জানিয়েছে, ভারতের শাসক দলের নেতারা মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছেন। এই জন্য আপনার ক্ষমা চাওয়া উচিত. সংযুক্ত আরব আমিরাত, জর্ডন এবং ইন্দোনেশিয়াও নূপুর শর্মা এবং নবীন কুমারের বক্তব্যে আপত্তি জানিয়েছে। ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর তরফেও ভারতের সমালোচনা করা হয়েছে এবং জাতিসংঘের কাছে মুসলমানদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এদিকে ওআইসির বক্তব্যকে ‘সংকীর্ণ’ বলে আখ্যায়িত করে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “কিছু মানুষের অশালীন মন্তব্য ভারত সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন করে না।”

Related Articles

Back to top button
error: