HighlightNewsদেশ

মাথার খ‍ুলি রেখে বিজেপির পোস্ট, সরাল ট‍ুইটার কর্তৃপক্ষ

টিডিএন বাংলা ডেস্ক : নিয়ম ভঙ্গের অভিযোগ। সেই অভিযোগে গুজরাত বিজেপির একটি টুইট হ্যান্ডেল থেকে সরিয়ে দিল টুইটার। কী ছিল টুইটটিতে?

আহমেদাবাদ বিস্ফোরণ-কাণ্ডের রায় নিয়ে টুইটারে প্রতিক্রিয়া দেয় গুজরাত বিজেপি। টুইটে ছিল, একজন মানুষের মাথার খুলি। লেখা ছিল, ‘সত্যমেব জয়তে’ এবং ‘যারা সন্ত্রাস ছড়ায়, তাদের ক্ষমা নয়’। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে যথেষ্ট হইচই পড়ে যায়। কংগ্রেসের অভিযোগ, বিতর্কিত টুইট করে বিজেপি আসলে আদালতের রায়ের সুবিধা নিতে চাইছে। কংগ্রেসের মুখপাত্র মণীশ দোসি বলেন, ‘সন্ত্রাসের কোনও ধর্ম হয় না। এটা সবচেয়ে বেশি ভালো জানে কংগ্রেস। কারণ, কংগ্রেস সরকারের দু’জন প্রধানমন্ত্রী সন্ত্রাসের বলি হয়েছেন। বিতর্কিত টুইট করে বিজেপি আদালতের রায়ের সুযোগ নিতে চাইছে। রায়কে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা ঠিক না। রাজনৈতিক সুযোগও এই রায় থেকে নেওয়া উচিত নয়।’

পালটা গুজরাত বিজেপির মিডিয়া সেলের আহ্বায়ক যজ্ঞেশ দাভে বলেন, ‘কোনও সম্প্রদায়কে আঘাত করার জন্য এই টুইট নয়। এরপরই টুইটার জানিয়ে দেয়, তাদের নিয়ম ভেঙে এই টুইটটি করা হয়েছে। তাই সরিয়ে দেওয়া হয়েছে টুইটটি।

Related Articles

Back to top button
error: