বন্ধ কলকারাখানা খোলার দাবিতে পথে বিজেপির শ্রমিক সংগঠন

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: সিঙ্গুরের টাটা কারখানা, ডানলপ টায়ার, হাওড়ার বন্ধ জুট মিল, রাজ্যের সমস্ত বন্ধ কলকারাখানা খোলার দাবিতে পথে নামল বিজেপির শ্রমিক সংগঠনের সদস্যরা। গনতন্ত্র বাঁচাও, বাংলা বাঁচাও, শ্রমিক বাঁচাও দাবি তুলে মানব বন্ধন কর্মসূচি তে অংশ নেন তারা। বিজেপি রাজ্য দফতরের সামনে সেন্ট্রাল এভিনিউতে এই মানব বন্ধনে কয়েক শো কর্মী অংশগ্রহন করেন।