দেশ

এনডিএর জোটে নেই, তাই বিহারের ভোট প্রচারে ব্যবহার করা যাবে না প্রধানমন্ত্রীর ছবি; এলজেপিকে নির্দেশ দিল বিজেপি

টিডিএন বাংলা ডেস্ক: জেডিইউ এবং এলজেপির মধ্যেকার মতবিরোধ নিয়ে ভোটের আগে বিপাকে পড়েছে বিজেপি। একদিকে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পড়ে রয়েছে বিহার বিধানসভা নির্বাচনের। এই পরিস্থিতিতে ভোট যত এগিয়ে আসছে জেডিইউ এবং এলজেপি মধ্যে বিরোধ ও তথ্য স্পষ্ট হয়ে সামনে উঠে আসছে। একদিকে এলজেপির সভাপতি চিরাগ পাসোয়ান বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ-এর প্রধান নীতীশ কুমারের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করছেন। সরাসরি জনতার কাছে আবেদন করছেন যাতে তারা নীতীশ কুমারের দল জেডিইউকে একটিও ভোট না দেন। এই অবস্থায় জেডিইউকে পাশে রাখতে এলজেপিকে বিহারের ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার না করার নির্দেশ দিল এনডিএর বড় শরিক বিজেপি।

এলজেপির সভাপতি চিরাগ পাসোয়ান বরাবর বলে চলেছেন তারা নীতীশ কুমারের দলকে সমর্থন করেন না। তবে বিজেপির সঙ্গে চলতে তাদের কোনো আপত্তি নেই। এনডিএর শরিক দল এলজেপির এহেন মনোভাব নিয়ে ইতিমধ্যেই বিজেপির কাছে নালিশ জানিয়েছে জেডিইউ। বিজেপির চাপে ইতিমধ্যেই এনডিএর জোট ছেড়ে একা চলার সিদ্ধান্ত নিয়েছে এলজেপি। যদিও নরেন্দ্র মোদির সঙ্গে থাকার বার্তা দেওয়া হয় দলের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে নিজেদের ভোট প্রচারে এলজেপি যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার না করে টানিয়ে চাপ সৃষ্টি করছে বিজেপি। এই দ্বন্দ্ব নিয়ে নির্বাচন কমিশনারের দ্বারস্থ হতে পারে বিজেপি। বিজেপির এক বড়িষ্ঠ নেতা জানিয়েছেন, বিহারে এলজেপি এনডিএর জোট সঙ্গী নয় তাই তারা যাতেনির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম্বার ছবি ব্যবহার না করে সে বিষয়ে নির্বাচন কমিশনার কে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে দল।

Related Articles

Back to top button
error: