দেশ

বিহারের নির্বাচনী লড়াইয়ে বিজেপি ১২১ এবং জেডিইউ ১২২ আসনে লড়বে নির্বাচন

টিডিএন বাংলা ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য মহাজোটের পর এবার বিজেপি এবং এন জে ইউ এল আসনসংখ্যা বন্টনের কাজ আজ সারা হয়ে গেল। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এদিন বলেন, তার দল অর্থাৎ জেডিইউ ১২২ টি আসনে নির্বাচনী লড়াই লড়বে। এর মধ্যে সাতটি সিট জিতেন রাম মাঝির দলকে দেওয়া হবে। অপরদিকে বিজেপি ১২১ টি আসনে নির্বাচন লড়বে। যার মধ্যে পাঁচটি আসন মুকেশ সাহানির বিআইপিকে দেওয়া হবে।

মহাজোটের প্রসঙ্গে ঘোষণা করার পর নিতিশ কুমার, তাঁর শাসনকালে সড়ক, বিদ্যুৎ সহ বিবিধ বিষয় বিকাশ হওয়ার কথা উল্লেখ করেন। এরপর প্রার্থী তালিকা খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়ে তিনি বলেন,”আসুন তালিকাও প্রকাশ করে দেওয়া হবে। আমরা বিহারের বিকাশ করার জন্য কাজ করছি এবং ভবিষ্যতেও করব। অনেক লোক বিনা কারণে অনেক মন্তব্য করে থাকেন, আমি তাদের গুরুত্ব দিইনা। এর আগেও ১৫ বছর অন্যরা সুযোগ পেয়েছিলেন, কোন বিকাশের কাজ কোথায় হয়েছে, কি অবস্থা ছিল বিহারের। আমরা সব সময় বলেছি ন্যায়ের সঙ্গে বিকাশ।”

Related Articles

Back to top button
error: