রাজ্য

কাজ থেকে ছাঁটাইয়ের প্রতিবাদে এনটিপিসির সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ শ্রমিকদের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: দীর্ঘদিন ধরে কাজ করলেও সম্প্রতি নতুন শ্রমিকদের দিয়ে কাজ করানোর প্রতিবাদে ও তাদের পুনরায় কাজে নিয়োগের দাবি নিয়ে ফারাক্কা এনটিপিসির সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ করলেন শ্রমিকরা।

মঙ্গলবার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় ফারাক্কা থানার এনটিপিসি এলাকায়। টানা ছয় ঘন্টা অবরোধ বিক্ষোভের পর অবশেষে পুনর্বিবেচনার আশ্বাস দিলে উঠে যায় বিক্ষোভ। শ্রমিকদের দাবি, দীর্ঘ ১৫-২০ বছর থেকে তারা ১৩৫ জন শ্রমিক কাজ করলেও সম্প্রতি কাহালগাঁও’য়ের এক নতুন কোম্পানি এসে ভিনরাজ্যের শ্রমিকদের কাজে লাগিয়েছে। আর তাতেই সমস্যায় পড়েছেন স্থানীয় শ্রমিকের। কাজ বন্ধ হয়ে যাওয়াই চরম দুর্দশা সৃষ্টি হয়েছে তাদের। এমনই অভিযোগ তুলে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্বে ধর্ণায় বসেন শ্রমিকরা। যদিও পরে পুনর্বিবেচনার আশ্বাস মিলতেই উঠে যায় বিক্ষোভ।

Related Articles

Back to top button
error: