দেশ
দেড় বছর পর আলোয়ার গণধর্ষণ মামলায় রায়, যাবজ্জীবন চারজনের
টিডিএন বাংলা ডেস্ক: দেড় বছর পর আলোয়ার গণধর্ষণ মামলায় রায় দিলো বিশেষ আদালত। এদিন পাঁচ অপরাধীর মধ্যে চারজনের যাবজ্জীবন ও অন্য একজনকে পাঁচ বছরের জেল দেওয়া হয়। মূলত ২০১৯ সালে ২৬ এপ্রিল ১৯ বছরের ওই দলিত তরুণীকে তাঁর স্বামীর সামনেই গণধর্ষণ করেছিল অভিযুক্তরা।