রাজ্য
মুমুর্ষ রোগীদের পাশে দাঁড়াতে প্রতিষ্ঠা দিবসের দিনে মুর্শিদাবাদে রক্তদান শিবির এসআইও’র
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: মুমুর্ষ রোগীদের পাশে দাঁড়াতে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো ছাত্র সংগঠন এসআইও। সোমবার সংগঠনটির ৩৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসুদেবপুর হাইস্কুল প্রাঙ্গনে এই রক্তদান শিবিরে শতাধিক ছাত্র যুবক রক্তদান করেন। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এসআইও’র প্রাক্তন রাজ্য সভাপতি তথা জামায়াতে ইসলামী হিন্দের রাজ্য সম্পাদক অধ্যাপক মসিউর রহমান, সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, এসআইও’র জেলা সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। শিবিরে সামিল হয়ে উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন আগত অতিথিরা।