ওনামের সময় সতর্ক না হওয়ার মূল্য দিচ্ছে কেরল, দীপাবলী-দশেরায় সাবধান হোন; জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন
টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই করোনা অতিমারির পরিসংখ্যানে শীর্ষে পৌঁছেছে ভারত। এই পরিস্থিতিতে কেরলের ওনাম উৎসবে জনসমাগমের পর করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কথা উল্লেখ করে দীপাবলি দশেরায় সাবধান হওয়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন। তিনি বলেছেন, উৎসবের সময় সাবধান না হলে বিপদ আরো বাড়তে পারে। এর প্রমাণ কেরলের ওনাম উৎসব। এপ্রসঙ্গে কেরলের করোনা সংক্রমিতের পরিসংখ্যান উটলেখ করেন তিনি। তিনি বলেন, অক্টোবর মাসের ১- ১৩ তারিখের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১.৩৫ লাখ। এর কারণ ওনাম উৎসবের সময় করোনা স্বাস্থ্যবিধি মেনে চলেননি মানুষ। এজন্য কেরল সরকারকেই দুষেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী। তিনি বলেন, ওনামের সময় কেরলের করোনার পরিসংখ্যান সম্পূর্ণ বদলে গেছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। ওনামের সময় করোনাকে অবহেলা করার মূল্য দিচ্ছে কেরল। এর থেকেই অন্যান্য রাজ্যগুলিকে শিক্ষা নিতে হবে। কেন্দ্রীয় সরকারের একটি বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট অনুযায়ী, জনসমাবেশ করোনা সংক্রমণের জন্য মারাত্মক হতে পারে। এতে সংক্রমণের সম্ভাবনা বাড়তে পারে ৩২ শতাংশ পর্যন্ত।