জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ফের আতঙ্কবাদীদের হামলা; আহত এক জওয়ান

টিডিএন বাংলা ডেস্ক: ফের আতঙ্কবাদী দের হামলা জম্মু কাশ্মীরের পুলওয়ামায়। পুলবামার গঙ্গু এলাকায় আতঙ্কবাদীদের সঙ্গে লড়াই চলাকালীন আহত এক জওয়ান। আহত সিআরপিএফ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পুলবামার গঙ্গু এলাকায় পুলিশ এবং সিআরপিএফের একটি মিলিত দলের ওপর আচমকাই আতঙ্কবাদী হামলা চালায়। সেই সময়ই আহত হন এক জওয়ান। ওই এলাকায় অভিযান চালাচ্ছে সেনা।