আন্তর্জাতিক

পাকিস্তানের ইমরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন নওয়াজ কন্যা মারিয়ামের; গ্রেফতার জামাই সফদর আওয়ান

টিডিএন বাংলা ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জামাই সফদার আওয়ানকে করাচি পুলিশ তার হোটেল ঘর থেকে গ্রেপ্তার করেছে। পাকিস্তান মুসলিম লীগ (এন)- এর সহসভাপতি এবং নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজ শরীফ টুইট করে এবিষয়ে জানিয়েছেন,”আমরা করাচির একটি হোটেলে ছিলাম। পুলিশ আমাদের ঘরের দরজা ভেঙে প্রবেশ করে এবং তারা ক্যাপ্টেন সফদার আওয়ানকে গ্রেপ্তার করেছে।”

পাকিস্তানের প্রায় সমস্ত বিরোধী দলই ইমরান সরকারকে ক্ষমতাচ্যুত করতে একজোটে প্রতিবাদ করতে শুরু করেছে। কমপক্ষে ১১ টি রাজনৈতিক দল নিয়ে বিরোধী দলগুলোর জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) শুক্রবার পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা শহরে একটি বিশাল সমাবেশের আয়োজন করে। ইমরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভে মরিয়ম নওয়াজও অংশগ্রহণ করেছিলেন। এর পরেই করাচিতে একটি হোটেলে থাকাকালিন সময়ে হোটেলের ঘরের দরজা ভেঙে মারইয়ামের স্বামী সাফদার আওয়ানকে গ্রেফতার করে পুলিশ। পাকিস্তান মুসলিম লীগ (এন)- এর সহসভাপতি মরিয়ম বলেছেন,”আমি বর্তমান সরকারের আমলে ধ্বংস হয়ে যাওয়া জিনিসগুলির পক্ষে লড়াই করছি এবং সেন্সর করা সাংবাদিকদের পক্ষে লড়াই করছি। কোন সাংবাদিক সত্যবাদী। তারা দাঁড়িয়ে ছিল, তাদের বরখাস্ত করা হয়েছে। আজ পরিস্থিতি হ’ল মহিলা স্বাস্থ্যকর্মীরা ইসলামাবাদের রাস্তায় বিক্ষোভ করছেন।”

এদিকে পাক মিডিয়ায় পানামা ফাঁস ও আদালতের আদেশের বিষয়ে কথা বলে শরীফ পরিবারকে ‘সিসিলিয়ান মাফিয়া’ হিসাবে উল্লেখ করা হচ্ছে। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মরিয়ম বলেন ‘মাফিয়া আসলে কী’ তা আদালত ভালভাবেই জানেন। এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সরব মরিয়াম বলেন, “আজ আপনি (ইমরান খান) গণমাধ্যমকে দমন করেছেন, এজন্য কেউ আপনার দুর্নীতির বিষয়ে কথা বলে না।”

Related Articles

Back to top button
error: