দেশ

কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা: সোনিয়া গান্ধী

টিডিএন বাংলা ডেস্ক: কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা। কেন্দ্রের নয়া কৃষি আইন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, কোভিড পরিস্থিতি, ভারতের অর্থনীতি নিয়ে ফের একবার নরেন্দ্র মোদী সরকারকে বিধলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সবুজ বিপ্লবকে চাপা দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে। কৃষকদেরকে বৃহৎ কর্পোরেটের কাছে বন্ধক দেওয়ার ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। ছোট ও মাঝারি কৃষক, ক্ষেতমজুরদের দুর্দিন ডেকে আনা হচ্ছে এই কৃষি আইনের মধ্য দিয়ে। শুধুমাত্র বড় ব্যবসায়ীদের স্বার্থ দেখতে গিয়ে। সার্বিক ভাবে প্রান্তিক মানুষের জীবনজীবীকা সংকটের মুখে পড়ে গিয়েছে। সোনিয়া গান্ধী আরো বলেন, “প্রধানমন্ত্রী বলেছিলেন ২১ দিনের মধ্যে করোনাকে শেষ করবেন। তা তো হয়নি বরং দেশের অর্থনীতিকে পৌঁছে দিয়েছেন খাদের কিনারায়। একদিকে বেকারদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ নেই। অন্যদিকে কোভিড পরিস্থিতিতে কাজ হারিয়েছেন ১৪ কোটি মানুষ। আর্থিক প্যাকেজ ঘোষণার নামে কেন্দ্রীয় সরকার শুধু চমক দেওয়ার চেষ্টা করছে। আদতে মানুষের সুরাহা হচ্ছে না।”

Related Articles

Back to top button
error: