জমি বিবাদের জেরে রক্তাক্ত মালদা, জখম চার
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: বাঁশ কাটা ও জমি নিয়ে বিরোধের জেরে রক্তারক্তি মালদার মানিকচক। জখম একই পরিবারের চারজন। মানিকচক থানায় খুনের চেষ্টা ও শ্লীলতাহানীর অভিযোগ দায়ের। ঘটনার তদন্তে পুলিশ।
জানা গিয়েছে, মাত্র তিন কাঠা জমি নিয়ে মানিকচক থানার ভবানীপুর গ্রামের দুই প্রতিবেশী সুদাম সরকার ও জয়ন্ত সরকারের বিবাদ দীর্ঘ দুই বছর ধরে। সেই বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি। সুদাম সরকারের পরিবারের উপর হামলা চালানোর অভিযোগ জয়ন্ত সরকার ও তার পরিবারের লোকেদের বিরুদ্ধে। ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় চারজন আক্রান্ত হয়েছেন। মহিলাদের শ্রীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ। ঘটনা লিখিত অভিযোগ দায়ের হয়েছে মানিকচক থানায়। পাঁচজনের বিরুদ্ধে খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তরা ফেরার।