টিডিএন বাংলা ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী আইন তুলে ধরে অনুপ্রবেশকারীদের ছুঁড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর তা নিয়েই এবার বেজায় ক্ষোভ প্রকাশ করলেন বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি বলেন, এসব ফালতু কথা কারা বলে? ফালতু প্রচার কারা করে? এখানে কে কাকে দেশ থেকে বের করবে? আমরা সবাই হিন্দুস্তানি, আমরা সবাই ভারতীয়? কে বের করবে? অকারণে এসব কেন বলেন? আরে আমি তো যখন থেকে সুযোগ পেয়েছি তখন থেকেই শুধু সম্প্রীতি আর ভ্রাতৃত্বের পরিবেশ তৈরি করেছি। আমার লক্ষ্য সবাই একসঙ্গে নিয়ে মিলেমিশে সম্প্রীতি আর ভ্রাতৃত্ব। তাহলেই তো উন্নতি হবে। আসলে কিছু মানুষ চায় নিজেদের মধ্যে এই ঝগড়া চলতে থাকুক। তাহলে কোনও কাজ করতে হবে না।” উল্লেখ্য, যোগী আদিত্যনাথ এক জনসভায় বলেন, অনুপ্রবেশ রুখতে একটা সমাধান পেয়ে গিয়েছেন মোদিজি। সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের নিপিড়িত সংখ্যালঘুদের তিনি নিরাপত্তা দিতে চান। যে কোনও অনুপ্রবেশকারী দেশের নিরাপত্তায় চিড় ধরাতে চাইলেই তাঁকে দেশ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে।”