HighlightNewsদেশ

মুম্বইয়ের মহিম সৈকত থেকে দরগা হটালো বিএমসি: ‘যদি অবৈধ দরগা না ভেঙে দেওয়া হয়, তাহলে কাছাকাছি গণপতি মন্দির তৈরি’ করার হুমকি দিয়েছিলেন রাজ ঠাকরে

টিডিএন বাংলা ডেস্ক: বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের মাহিম সৈকতে নির্মিত একটি দরগাহ সরিয়ে দেয় বিএমসি। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে বুলডোজার দিয়ে দরগাহটি ভেঙে ফেলা হয়। এরপর ট্রাকে করে ধ্বংসাবশেষ সরিয়ে নেয় বিএমসি। উল্লেখ্য, বুধবার, এমএনএস নেতা রাজ ঠাকরে বলেছিলেন, মহিমের কাছে সমুদ্র দখল করে একটি সমাধি তৈরি করা হয়েছে। ওই সমাধি না ভাঙলে পাশেই তৈরি করা হবে বড় গণপতি মন্দির।

এদিকে, মহারাষ্ট্র সরকারের মন্ত্রী দীপক কেসারকর বলেছেন, উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চল (সিআরজেড) এর কথা মাথায় রেখে দরগা অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কোস্টাল রেগুলেশন জোন অ্যাক্ট অনুযায়ী, সমুদ্রের ভেতরে কোনো নির্মাণকাজ করা যাবে না। এতে দোষের কিছু নেই। আমরা সকল ধর্মকে সম্মান করি।
মন্ত্রী দীপক কেসরকর আরো বলেছেন, আমরা বালাসাহেব ঠাকরের ভিশনে বিশ্বাস করি। আগে বালাসাহেব এ ধরনের বিষয় তুলে ধরতেন, এখন রাজ ঠাকরে সেগুলো তুলে ধরছেন। রাজ ঠাকরের কারণে, আমরা জানতে পেরেছি যে সিআরজেড আইন লঙ্ঘন করা হচ্ছে, তাই আমরা ব্যবস্থা নিয়েছি।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দরগা সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুম্বইয়ের আবাসিক কালেক্টর। কালেক্টর ও ডিসিপি সহ ৬ জন অফিসার সকাল ৮টায় এদিন ঘটনাস্থলে পৌঁছন। বুধবার শিবাজি পার্কে এক সমাবেশে ভাষণ দেন রাজ ঠাকরে। ওই সমাবেশে, তিনি মুম্বইয়ের মাহিমের কাছে সমুদ্রে একটি দরগাহ তৈরির ভিডিও দেখান। তিনি বলেন, কয়েক বছর আগে পর্যন্ত এখানে কিছুই ছিল না। এখন এখানে অননুমোদিতভাবে মাজার নির্মাণ করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: