HighlightNewsআন্তর্জাতিক

ফিলিস্তিন বিরোধীতার প্রতিবাদে ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত জর্দানের

টিডিএন বাংলা ডেস্ক: একজন উগ্র ডান-পন্থি ইসরাইলি মন্ত্রীর বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদে জর্দানের সংসদ দেশটিতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের পক্ষে রায় দিয়েছে। ওই ইসরাইলি মন্ত্রী সম্প্রতি এক বক্তব্যে ফিলিস্তিনি জনগণের অস্তিত্বই অস্বীকার করেন। জর্দানের পার্লামেন্টের ফিলিস্তিন কমিটিসহ সংসদ সদস্যদের বড় একটি অংশ ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের আহ্বান জানানোর পর গতকাল (বুধবার) পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটাভুটি হয়। এতে সংসদ সদস্যরা কণ্ঠভোটে ইহুদিবাদী রাষ্ট্রদূতকে বহিষ্কারের পক্ষে রায় দেন। এরপর পার্লামেন্ট স্পিকার আহমেদ আল-সাফাদি ইহুদিবাদী ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান।

ইসরাইলি অর্থমন্ত্রী বেজালের স্মোটরিচ গত সোমবার দাবি করেন, ফিলিস্তিনি জনগণ, ইতিহাস বা সংস্কৃতির কথা ইতিহাসের কোথাও নেই। তিনি আরো বলেন, “ফিলিস্তিনি জনগণ হচ্ছে বিগত শতাব্দির একটি আবিষ্কার।” ইসরাইলি মন্ত্রী বলেন, “আরবরা একটি কাল্পনিক জনগোষ্ঠী আবিষ্কার করে তাদেরকে ইসরাইলি ভূমিতে প্রতিস্থাপন করে। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ইহুদিবাদী আন্দোলন প্রতিহত করা।” এটিকে ওই ইসরাইলি মন্ত্রী ‘ঐতিহাসিক বাস্তবতা’ বলে বর্ণনা করেন।

ইসরাইলি মন্ত্রী এমন সময় এ বক্তব্য দিলেন যখন ১৯৪৮ সালের আগে পৃথিবীতে ইসরাইল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না এবং ব্রিটিশদের সহযোগিতায় ইহুদিবাদীরা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল নামক একটি জারজ রাষ্ট্রের জন্ম দেয়। জর্দানের পার্লামেন্টে পাস হওয়া প্রস্তাবে ইসরাইলি অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে বলা হয়েছে, তার বক্তব্যে ‘ইসরাইলি ধৃষ্টতা’র বহিঃপ্রকাশ ঘটেছে। জর্দানের পার্লামেন্টের নিম্নকক্ষে পাস হওয়া প্রস্তাবটি এখন উচ্চকক্ষে পাস হওয়ার পর রাজা দ্বিতীয় আব্দুল্লাহ তাতে সই করলে এটি কার্যকর করা সম্ভব হবে। সূত্র- পার্সটুডে

Related Articles

Back to top button
error: