রাজ্য
তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: সোমবার সকালে মালদহের হবিবপুর ব্লকের বানপুরের একটি ফরেস্টের কাছে তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুবোধ প্রামানিক (৪০)। বাড়ি ঋষি পুর গ্রাম পঞ্চায়েতের কালিতলা গ্রামে। দুষ্কৃতীরা মাথায় ভারী বস্তুর আঘাত করে থেতলে দেয়। রবিবার বিকেলে নিজের জমিতে গিয়েছিলেন ওই ব্যক্তি বাড়ি ফেরার পথে তিনি দুষ্কৃতীদের খপ্পরে পড়ে যান বলে অনুমান করা হচ্ছে। মৃতদেহের পাশেই স্টার্ট করা অবস্থায় মোটরবাইক পড়েছিল। তার কাঠের ব্যবসা রয়েছে। ব্যবসায়িক লেনদেন বা পুরোনো শত্রুতার জেরে খুন হতে পারেন ওই ব্যক্তি বলে অনুমান পুলিসের। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।