দেশ
লোকসভায় মুলতুবি প্রস্তাব পেশ কংগ্রেসের, চিনকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর
টিডিএন বাংলা ডেস্ক: সংসদের বাদল অধিবেশন শুরুর প্রথম দিনেই লোকসভায় মুলতুবি প্রস্তাব পেশ করলো কংগ্রেস। এদিন সংসদে প্রস্তাব পেশ করেন সাংসদ অধীররঞ্জন চৌধুরী ও দলের আর এক সাংসদ কে সুরেশ। এদিকে এদিন চিনকে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘ আমাদের সেনারা প্রবল সাহস ও মনোবল নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করার জন্য সীমান্তে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছেন। কঠিন উচ্চতায় দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। আর কয়েকদিনের মধ্যেই বরফ পড়তে শুরু করবে। একইরকমভাবে আমি আত্মবিশ্বাসী যে, সংসদও একসুরে এটাই বার্তা দেবে যে, তারা সীমান্ত রক্ষাকারী জওয়ানদের পাশেই দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।’