টিডিএন বাংলা ডেস্ক: নিজেদের প্রাণ নিজেই বাঁচান, কারণ প্রধানমন্ত্রী ময়ূর নিয়ে ব্যস্ত আছেন! ঠিক এভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ট্যুইটে তিনি লিখেছেন, “ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এই সপ্তাহে ৫০ লাখ ছাড়িয়ে যাবে ও অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে। একজন মানুষের অহঙ্কারের ফলেই অপরিকল্পিত লকডাউন হয়েছে, তার ফলে গোটা দেশে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। মোদী সরকার বলছে আত্মনির্ভর হতে। তার মানে আপনারা নিজেদের প্রাণ বাঁচান। কারণ প্রধানমন্ত্রী ময়ূর নিয়ে ব্যস্ত আছেন।”
রাহুলের অভিযোগ, কোনও রকম পরিকল্পনা ছাড়াই লকডাউন ঘোষণা করেছিল কেন্দ্র। তার ফলেই আজ সংক্রমণ এভাবে রেকর্ড ভাঙছে।