টিডিএন বাংলা ডেস্ক: শেষ নিশ্বাস ত্যাগ করলেন বোলপুরের জনপ্রিয় চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। যিনি এলাকায় ‘১ টাকার ডাক্তার’ নামেই পরিচিত ছিলেন। বেশ কিছু দিন থেকেই কিডনির সমস্যা ও বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বীরভূমের বোলপুরের সাধারণ মানুষের মধ্যে। কারণ বোলপুরে দীর্ঘদিন থেকেই তিনি সাধারণ মানুষ যারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারে না তাদের কথা ভেবে মাত্র ১ টাকা ভিজিটে রোগীদের চিকিৎসা করতেন। যার ফলে ওই এলাকায় তিনি প্রচন্ড জনপ্রিয় ছিলেন।
তিনি একটা সময় সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কংগ্রেসের আমলে বোলপুর থেকে বিধানসভা নির্বাচনে লড়ে বিধায়কও হয়েন সুশোভনবাবু। এরপর তৃণমূল কংগ্রেস গঠিত হলে শাসন ব্যবস্থায় পরিবর্তনের স্বপ্ন নিয়ে যোগ দেন তৃণমূলে। বীরভূম তৃণমূলের প্রথম জেলা সভাপতি হয়েছিলেন। অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায়চৌধুরী সহ আজকের বহু তৃণমূল নেত্র রাজনীতিতে পদার্পণ তাঁরই হাত ধরে। কিন্তু যে স্বপ্ন নিয়ে যোগ দেন সেই স্বপ্ন ভঙ্গ হয়। বারবার মতো বিরোধের কারণে অবশেষে তিনি দল ত্যাগ করে একেবারে রাজনীতি থেকে সম্পূর্ণ অবসর নেন। তাঁর মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।