HighlightNewsদেশ

ইউপিএসসিতে ২৯৬ র‍্যাঙ্ক অর্জন করলেন বাস চালকের ছেলে মইন আহমেদ

টিডিএন বাংলা ডেস্ক: প্রতিকূলতার বিরুদ্ধে সাফল্য এনে তাক লাগিয়ে দিলেন মোরাদাবাদের এক বাস ড্রাইভারের ছেলে মইন আহমেদ। ২০২৩ সালের ইউপিএসসি পরীক্ষায় ২৯৬তম স্থান অর্জন করেছেন তিনি। চতুর্থবারের প্রচেষ্টায় এই সাফল্য পেয়েছেন মইন। মইনের বাবা ইউপি রোডওয়েজের একজন চুক্তিবদ্ধ বাস চালক।

মোরাদাবাদের দিলারি থানা এলাকার বাসিন্দা মইন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি পরীক্ষায় ২৯৬তম স্থান অর্জন করে সাফল্য অর্জন করার পর তাঁর বাড়িতে অভিনন্দনকারীদের ভিড় উপচে পড়ে। মইনের বাবা ওয়ালী হাসান ইউপি রোডওয়েজের সাথে চুক্তিতে বাস চালান এবং তিনিই পরিবারের ভরণপোষণ করেন। মইন জানিয়েছেন, তাঁর মা তসলিম একজন গৃহিণী। তাঁর চার ভাই ও এক বোন রয়েছে। তাঁর বড় ভাই দিল্লিতে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে। মইন দ্বিতীয় সন্তান। মইন জানান, তাঁর বাবার জমি নেই। দাদার নামে জমি থেকে প্রাপ্ত অর্থ সংসারের অন্যান্য দায়িত্ব পালনে ব্যয় হয়। পরিবারে অনেক আর্থিক সমস্যা থাকলেও এইসব পরিস্থিতিতে তিনি কখনো ভয় পাননি।

মইনের মতে, তিনি যখন বিএসসিতে পড়ার সময় চারপাশের সমস্যা দেখে সিভিল সার্ভিসে যোগ দেওয়ার কথা ভেবেছিলেন। তখন কোচিং এর জন্য তাঁকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। এরপর ২০১৬ সালে সাইবার ক্যাফে শুরু করেন। ২০১৮ সাল পর্যন্ত, তিনি সাইবার ক্যাফে থেকে নিজেই নিজের কোচিং ফি সংগ্রহ করেন এবং ২০১৯ সালে দিল্লিতে গিয়ে পড়াশোনা শুরু করেন। এরপর, টাকা ফুরিয়ে গেলে তিনি আড়াই লাখ টাকা ঋণও নেন। প্রথম তিন চেষ্টায় সাফল্য না পেলেও চতুর্থ বারের চেষ্টায় সফল হন তিনি।

সিভিল সার্ভিস পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ককে প্রধান বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন মইন। তিনি জানান, প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা পড়াশোনা করতেন। প্রায় ৪০ মিনিট ধরে তাঁর সাক্ষাৎকার নেওয়া হয়। সেই সময় বাস্তবিক প্রশ্নের চেয়ে তাঁকে বোঝার জন্য প্রশ্ন বেশি করা হয়েছিল।

ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মইনকে অভিনন্দন জানাতে মানুষের ভিড় উপচে পড়ে তাঁর বাড়িতে। অনেক নেতাও তাঁর সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে আসেন। ফোনেও অভিনন্দন জানান অনেক কর্মকর্তারা। মইন জানিয়েছেন, তিনি ভবিষ্যতে গ্রামীণ পটভূমির যুবকদের জন্য একটি ইউটিউব চ্যানেল চালু করতে চান যাতে সিভিল সার্ভিস প্রস্তুতি সম্পর্কিত সঠিক তথ্য তাঁদের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে।

Related Articles

Back to top button
error: