HighlightNewsআন্তর্জাতিক

কৃষকদের অধিকার রক্ষার স্বার্থে শান্তিপূর্ণ প্রতিবাদের সমর্থনে কানাডা সবসময় পাশে থাকবে; জানালেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্র সরকারের নয়াকৃষি আইনের প্রতিবাদে লাগাতার পাঁচ দিন ধরে চলতে থাকা দিল্লি সীমান্তে কৃষক আন্দোলনের সমর্থনে বার্তা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গুরু নানক জয়ন্তী উপলক্ষে একটি অনলাইন ইভেন্টে বক্তব্য রাখার সময় ভারতের আন্দোলনরত কৃষকদের প্রসঙ্গে মন্তব্য করেন তিনি। জাস্টিন ট্রুডো বলেন, ভারত থেকে কৃষকদের আন্দোলনের যে খবর আসছে তা খুবই উদ্বেগের বিষয়। আমাদের পরিবার এবং বন্ধুদের সবাই এই বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন। আমি জানি এটা আপনাদের অনেকের জন্যই বাস্তব। এটা সবসময় মনে রাখবেন, শান্তিপূর্ণ ভাবে অধিকারের লড়াইয়ে কানাডা সবসময় সমর্থন করবে।

 

https://www.instagram.com/p/CIPZ1UeDbsM/?igshid=o83odqer4muf

 

প্রসঙ্গত, আজ দিল্লি হরিয়ানা সীমান্তে কৃষক আন্দোলনের ষষ্ঠ দিন। লাগাতার পাঁচ দিন ধরে চরম ঠান্ডার মধ্যে নয়াকৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন হাজার হাজার কৃষকরা। দিল্লির ভেতরে প্রবেশের জন্য লাগাতার প্রচেষ্টা করে চলেছেন কৃষক সংগঠনের সদস্যরা।ইতিমধ্যেই দিল্লির সঙ্গে সংযোগকারী সমস্ত রাস্তা সিল করেছেন আন্দোলনকারী কৃষকরা। কৃষকদের এই দিল্লি চলো অভিজান রুখতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান প্রয়োগ করেছে প্রশাসন। কিন্তু সরকারের এই সমস্ত প্রচেষ্টা বিফল করে সীমান্তে দৃঢ়তার সঙ্গে বিক্ষোভ দেখে চলেছেন কৃষকরা। এই পরিস্থিতিতে আজ দুপুর তিনটেয় কৃষকদের সঙ্গে নিঃশর্ত বৈঠকের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

Related Articles

Back to top button
error: